শিরোনাম
মোবাইলে ইন্টারনেটের গতি বাড়বে যে সেটিংস পরিবর্তনে
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩২
মোবাইলে ইন্টারনেটের গতি বাড়বে যে সেটিংস পরিবর্তনে
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

খুব ধীরে ইন্টারনেট কাজ করলে বুঝতে হবে, আপনার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে। কিন্তু তার জন্য ফোনটিকে সার্ভিসিং করার কোনো প্রয়োজন নেই।


আপনি বাড়িতেই কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিলেই ঠিক হয়ে যাবে এই সমস্যা।


আপনার ফোন বন্ধ করে পুনরায় চালু করুন। কখনো কখনো ফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়। অতএব, যদি আপনার ফোনে মোবাইল ডেটার স্পিড ধীর হয়, তবে প্রথমে আপনার ফোনটি রিস্টার্ট করে নিন।


আপনার নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করুন। এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস-এ যান। তারপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট > মোবাইল নেটওয়ার্কে যান।


আপনার নেটওয়ার্ক মোড 4G বা 5G-তে সেট করা আছে। আপনার নেটওয়ার্ক মোড 2G বা 3G-তে সেট করা থাকলে, এটিকে 4G বা 5G-তে পরিবর্তন করুন। এতে আপনার ইন্টারনেটের সমস্যা থেকে মুক্তি পাবেন।


আপনার ফোন আপডেট করুন। সফ্টওয়্যার আপডেটগুলো ডাউনলোড ও ইনস্টল করা গুরুত্বপূর্ণ। যদি বারবার আপডেট আসার পরেও তা এড়িয়ে যান, তাহলে এই অভ্য়াস একেবারে ছেড়ে দিন। আপডেট আসলে সেটিকে সঙ্গে সঙ্গে করে নিন।


তারপরেই আপনাকে যা করতে হবে, তা হলো ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মুছে ফেলতে হবে। সবসময় নেটওয়ার্কের সমস্যা হয় না। কখনো কখনো ফোনের স্টোরেজ ভর্তি থাকলেও এই ধরনের সমস্যা দেখা দেয়।


ফোনের ফ্লাইট মোড অন করে আবার অফ করে দিন। আপনি ভাবতেই পারেন, ফোনের ইন্টারনেট কাজ না করার সঙ্গে ফ্লাইট মোড অন করার কী সম্পর্ক? আসলে আপনি যখনই ফ্লাইট মোড অন করেন, তখন কানেকশনও রিফ্রেশ হয়। ফলে এই উপায় কাজে লাগাতেই পারেন।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com