ভিজিটিং কার্ড কিংবা নিমন্ত্রণপত্রে বাড়ি বা অফিসে ঠিকানা যুক্ত করেন অনেকেই। এতে, যাকে ভিজিটিং কার্ড দিচ্ছেন সে যেন অফিসের ঠিকানা খুঁজে পান সহজেই।
এদিকে, কিউআর কোড স্ক্যান করেই অনেকে যথাযথ লোকেশনে পৌঁছে যেতে পারেন। চাইলে আপনিই আপনার ঠিকানার কিউআর কোড তৈরি করতে পারবেন।
কিউআর কোড তৈরি করা খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারেন।
এজন্য একটা মোবাইল বা কম্পিউটার লাগবে। আর দরকার হতে পারে একটি কিউআর কোড জেনারেটরের, যা আপনি গুগলে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন।
প্রথমেই আপনার ডিভাইস থেকে গুগল ম্যাপস খুলুন।
যে ঠিকানার কিউআর কোড তৈরি করতে চান, সেটিকে গুগল ম্যাপস থেকে সিলেক্ট করুন।
ম্যাপ থেকে সেই লোকেশনটি মার্ক করুন।
গুগল ম্যাপস থেকে আপনার সেই লোকেশনের লিঙ্কটি কপি করে নিন।
এবার গুগল থেকে সার্চ করে এমই- কিউআর কোড জেনারেটর সাইটটি খুলুন।
আপনার লোকেশনের লিঙ্কটি দিয়ে দিন।
এখানেই এরপর আপনাকে জেনারেট কিউআর কোড বাটনটিতে ক্লিক করতে হবে।
এভাবে, আপনিই আপনার ঠিকানার কিউআর কোড তৈরি করতে পারবেন। আপনার লোগোটি কাস্টমাইজও করতে পারেন বা নিজস্ব একটি লোগোও দিয়ে দিতে পারেন।
সূত্র: ইউনিকোড ডটকম
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]