শিরোনাম
ভিভো এক্স ৯০ প্রো ফোনের দাম কমল
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৫:২৭
ভিভো এক্স ৯০ প্রো ফোনের দাম কমল
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে আসা ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন এক্স ৯০ প্রো ফোনের দাম কমেছে। ভিভো এক্স ৯০ প্রো মডেলের ফোনে রয়েছে অ্যামোলিড থ্রিডি কার্ভড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হয় মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসরের সাহায্যে।


ভিভো এক্স৯০ প্রো ফোন চলতি বছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল ভারতে। সম্প্রতি এই ফোনের দাম একধাক্কায় ১০ হাজার রুপি কমেছে। বর্তমানে ভিভো এক্স৯০ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪ হাজার ৯৯৯ রুপি। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৮৪ হাজার ৯৯৯ রুপি।


ভিভোর এই ফোনের রয়েছে কার্ল জেইস ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল। সেখানে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৯৮৯ ১ ইঞ্চির সেন্সর রয়েছে। এছাড়াও ভিভো এক্স৯০ প্রো ফোনে রয়েছে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।


ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ১৩ এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড থ্রিডি কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com