এবার কর্মী ছাঁটাই করছে রেডিট
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৪:২৬
এবার কর্মী ছাঁটাই করছে রেডিট
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের সামাজিক সংবাদ সমষ্টি, বিষয়বস্তুর গুণগত মান নির্ণয় এবং আলোচনার ওয়েবসাইট রেডিট। মোট জনশক্তির ৫ শতাংশ বরখাস্ত করছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


এর আগে কর্মী ছাঁটাই করেছে ফেসবুক, টুইটারসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। অবশেষে সেই তালিকায় যোগ দিলো রেডিট।


২০১১ সালে ম্যাগাজিন কংলোমেরেট কন্ডে নাস্টে থেকে আলাদা হয়ে যায় রেডিট। এরপর থেকে মাধ্যমটির জনপ্রিয়তা ব্যাপক বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে সেটির ওয়ালস্ট্রিটবেটস এবং অন্যান্য প্ল্যাটফর্মে গ্রাহকের আবেদনের পরিমাণ হু হু করে বেড়েছে। এতে সেখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন খুচরা বিনিয়োগকারীরা।


এরপরই কর্মী ছাঁটাইয়ে গেলো রেডিট। এ নিয়ে সর্বপ্রথম সংবাদ প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, এরই মধ্যে ই-মেইল করে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তের কথা জানিয়েছেন রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ হাফম্যান।


তিনি বলেন, চলতি বছরের বাকি সময় কর্মী নিয়োগ দেয়াও কমাবে কোম্পানিটি। ২০২৩ সালের অবশিষ্ট সময়ে নিজেদের কর্মক্ষেত্রে ১০০ জন নেবে তারা। আগে যে পূর্বাভাস ছিল ৩০০ জন।


২০২১ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের তালিকাভুক্ত হয় রেডিট। সেই থেকে পুঁজিবাজারে কার্যক্রম চালিয়ে আসছে তারা। তাদের স্টোকের মূল্যও বেড়েছে। ফলে বিনিয়োগও করছেন ব্যবসায়ীরা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com