
গণ ছাঁটাই যেন চলছেই তথ্য- প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। মাইক্রোসফটের অধীনস্থ কোড হোস্টিং প্ল্যাটফর্ম কোম্পানি গিটহাব এবার ছাঁটাই করে দিলো ১৪০ জনের ভারতীয় সফটওয়্যার ডেভেলপারের সম্পূর্ণ টিমকেই। এক টুইটার পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন প্রাগম্যাটিক ইঞ্জিনিয়ার পরিচালনাকারী গারগেলি ওরস। তিনি লেখেন যে, 'আমি জেনেছি ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং টিমের পুরোটাই ছাঁটাই করা হয়েছে।'
তথ্য-প্রযুক্তি; বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অন্যতম হটস্পট হিসেবে বিবেচনা করা হয় ভারতকে, এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভিত্তিক অন্যান্য দেশের তুলনায় অনেক কম খরচেই মানসম্পন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাওয়া যায় ভারতে, তা সত্ত্বেও এত বড় মাপের ছাঁটাই বেশ আশ্চর্যজনক।
এ বিষয়ে গিটহাব সিইও থমাস ডহমক বলেছেন, যেকোন ব্যবসা চালানোর জন্যই সঠিক বৃদ্ধি থাকা প্রয়োজন, এমন পরিস্থিতিতে নিজেদের বৃদ্ধির জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়ছে বলে জানিয়েছেন তিনি। তথ্য- প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে তিনি আরও বলেন যে, কোম্পানিটির পুনর্গঠনের অংশ হিসেবে মূলত এই কর্মী সংখ্যা কমানো হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে সিদ্ধান্তটি বেশ কঠিন হলেও প্রতিষ্ঠানটির ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। ফেব্রুয়ারিতে গিটহাব জানিয়েছিল, তাদের মোট কর্মীর ১০% ছাঁটাই করা হবে, আর এই ছাঁটাই সেই পরিকল্পনারই অংশ।
বিবার্তা/নিলয়/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]