
রংপুরের পীরগঞ্জে ফ্রিল্যান্সিং ক্যাম্প ও স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ, রবিবার মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এদিন ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক এবং ১০ জন তরুণ ফ্রিল্যান্সারের হাতে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ তুলে দেয়া হয়।
এছাড়া দেশের বিভিন্ন স্বনামধন্য ২২টিরও বেশি কোম্পানিতে অনেক মেধাবীকে চাকুরীর ব্যবস্থা করে দেয়া হয়। এমনকি মেলায় ব্র্যাকের কুমন শিক্ষাকার্যক্রম চালু করা হয়। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মেলায় আরও উপস্থিত ছিলেন মেয়র আবু সালেহ মো. তাজীমুল ইসলাম শামীম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সম্ভাবনাময়ী অসংখ্য শিক্ষার্থীরা।
বিবার্তা/মাসুদ/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]