গুগল ইন্ডিয়ার ৪৫৩ কর্মী ছাঁটাই
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৭
গুগল ইন্ডিয়ার ৪৫৩ কর্মী ছাঁটাই
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত বছরের মাঝামাঝি সময় থেকেই একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মী ছাঁটাই চলছে। বর্তমানে বিশ্বজুড়ে আর্থিক মন্দার কারণেই আগেই চাকরি ছাঁটাইয়ের কথা বলেছিল গুগল। এবার তারই মারাত্মক প্রভাব পড়ল ভারতে। রাতারাতি গুগল ইন্ডিয়া (Google India) থেকে চাকরি গেল ৪৫৩ জনের।


জানা গেছে, গুগল ইন্ডিয়ার কান্ট্রি হেড এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন।


এদিকে গুগলের সিইও সুন্দর পিচাইও কর্মীদের মেইল করে লিখেছেন, ‘তিনি সংস্থার এই অবস্থায় আসার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়বদ্ধতা নেন’।


ইমেইলে তিনি আরও লিখেছেন, ‘আমরা ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীদের জন্য একটি পৃথক ইমেল পাঠিয়েছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য দেশে, স্থানীয় আইন ও অনুশীলনের কারণে এই প্রক্রিয়াটিতে আরও বেশি সময় লাগবে। একটি কোম্পানি হিসেবে আমাদের ব্যক্তি এবং ভূমিকা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য পণ্য এলাকা এবং ফাংশন জুড়ে একটি কঠোর পর্যালোচনা করেছে’।


গত মাসে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ইনকর্পোরেটেড ঘোষণা করেছে, খরচ কমানো জন্য তাদের ১২,০০০ জন কর্মী বা তার মোট হেডকাউন্টের ছয় শতাংশ কর্মীদের ছাঁটাই করবে।


এছাড়া গত মাসের জানুয়ারিতে মাইক্রোসফট ঘোষণা করেছে যে তারা ১০,০০০ জন কর্মী ছাঁটাই করবে। যা তার কর্মশক্তির প্রায় পাঁচ শতাংশ। এদিকে ফেসবুকের মূল সংস্থা মেটা বিশ্বব্যাপী ১১,০০০ জন কর্মী ছাঁটাই করেছে। একইভাবে নভেম্বরে অ্যামাজন ঘোষণা করেছিল যে তারা সারা বিশ্বে ১৮,০০০ জন কর্মী ছাঁটাই করবে। এছাড়া অক্টোবরের শেষের দিকে টুইটার তার ৪৪ বিলিয়ন ডলারের বিক্রি শেষ হওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে কোম্পানিটি তাদের ৩,৭০০ জন কর্মী ছাঁটাই করবে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com