বিজ্ঞান-প্রযুক্তি
আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যানের বৈঠক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৪
আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যানের বৈঠক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির (এসটিসি) চেয়ারম্যান মোহাম্মদ কে আল ফয়সালের বৈঠক অনুষ্ঠিত হয়।


৫ ফেব্রুয়ারি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি বিভাগেরজনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার।


তিনি জানান, গতকাল (৪ ফেব্রুয়ারি) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদে কোম্পানির হেড অফিস এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ এসটিসি কোম্পানি ও এসটিসি পে’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বৈঠকে জুনাইদ আহমেদ পলক ও মোহাম্মদ কে আল ফয়সাল উভয় দেশের বিভিন্ন বিষয় বিশেষ করে উদীয়মান টেলিকমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন-বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


এসময় এসকল খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী এসটিসির চেয়ারম্যানকে পাটের নৌকা উপহার দেন।


বিবার্তা/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com