শিরোনাম
সকাল সকাল কেন্দ্রে যান, ভোট দিন: ড. কামাল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২০
সকাল সকাল কেন্দ্রে যান, ভোট দিন: ড. কামাল
ছবি: স্টার মেইল।
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংশয় ও ভীতি দূর করে ভোটারদের সকালের মধ্যেই ভোট দেওয়ার আহবান জানিয়েছেন 'জাতীয় ঐক্যফ্রন্ট'র আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তিনি।


শনিবার বিকালে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, ''রাত পোহালেই ভোট, দেশে এখন উৎসবের আবহ থাকার কথা; কিন্তু মানুষের মনে এখনো অনেক সংশয়, সন্দেহ। এ সংশয় দূর করা খুবই জরুরি। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব- আপনারা সকাল সকাল কেন্দ্রে যান, ভোট দিন, আপনারা ভয় পাবেন না। আপনারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে। জনগণের শক্তির সাথে তারা পারবে না।''


তরুণ ভোটারদের প্রতি তিনি বলেন, তোমরা যারা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছো, তারা সময়মতো ভোট দিতে যাবে। মনে রাখবে, ‘যদি তুমি ভয় পাও, তবেই তুমি শেষ; তুমি যদি ঘুরে দাঁড়াও, তবেই বাংলাদেশ।’


প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ যারা ভোটগ্রহণের দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে ড. কামাল হোসেন বলেন, ''আপনারা সম্মানিত মানুষ, আপনার ওপর যে দায়িত্ব, তা সততার সাথে পালন করলে আপনাদের সম্মান বাড়বে। ভোটারের মুখের হাসির ওপরই নির্ভর করছে আপনার দায়িত্ব পালনের সফলতা ও তৃপ্তি।''


নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ''সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ভিডিপি, টিডিপি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জড়িতদের প্রতি অনুরোধ, আপনারা অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করুন। বিশ্বব্যাপী শান্তি রক্ষায় আপনাদের ভূমিকা প্রশংসিত হচ্ছে, সে প্রশংসার ফলে সারা বিশ্বে আপনাদের সুযোগ বেড়েছে, কোনো অবস্থাতেই যাতে তা ব্যাহত না হয়, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।''


নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের প্রতি তার আহবান- ''আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। আপনি যদি কারো অধিকার হরণ করেন, তাহলে মনে রাখবেন, অন্য কেউ আপনার মা, বাবা, স্ত্রী, সন্তানের অধিকার হরণ করবে। এটা করলে জনগণ, ইতিহাস ও আইন আপনাদের ক্ষমা করবে না।''



সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ''আপনারা কোনো দলের নয়, জনগণের সেবক। জনগণ দেশের মালিক, দেশের মালিকদের তাদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না, কোনো অন্যায় নির্দেশ মানবেন না।''


ড. কামাল হোসেন বলেন, ''প্রবাসী ভাই-বোনেরা এবং নির্বাচনী দায়িত্ব পালনের জন্য যারা ভোট দিতে পারবেন না, আপনারা আপনাদের স্বজনদের ফোন করে ভোট দিতে যেতে বলুন। তারা যদি ভোট দিতে পারেন, সে আনন্দের অংশীদার আপনিও হবেন।''


''আসুন, আমরা ভোট দিই, আপনার ভোট খুবই মূল্যবান, কেননা আপনি দেশের মালিক।''


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com