শিরোনাম
দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না: শেখ হাসিনা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪
দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না: শেখ হাসিনা
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

আসন্ন নির্বাচনে আবারও জয়ী হলে দেশ থেকে দারিদ্র্য পুরোপুরি দূর করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সিলেটে নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, 'আগামীতে যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে দারিদ্র্য বলে কিছু থাকবে না।'


বিকালে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে মহাজোটের জনসভায় শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এবারও নমিনেশন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি আসনে ৪-৫ জনকে নমিনেশন দিয়েছে। এরপর টাকা নিয়ে, যে বেশি টাকা দিয়েছে, তাকে মনোনয়ন দিয়েছে। এনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাকে ধন্যবাদ জানাই। তিনি কী বলেছেন, তিনি বলেছেন- টাকা দিলে মনোনয়ন দেয়, নাহলে মনোনয়ন নাই। লন্ডনে বসে একজন এসব করছে। একে কী রাজনীতি বলে! এসব করতে দেওয়া হবে না।’


তিনি বলেন, ‘আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আওয়ামী ক্ষমতায় এলে মানুষের উন্নয়নে কাজ করে। এই সংগঠন উপমহাদেশের অন্যতম পুরাতন সংগঠন। এটি বঙ্গবন্ধুর সংগঠন। নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে সরকার গঠন করে আবারও আপানদের জন্য কাজ করতে পারি। আওয়ামী মানুষের উন্নয়নের জন্য কাজ করে।’


শেখ হাসিনা বলেন, ‘হবিগঞ্জে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে বিএনপি-জামায়াত সরকারের আমলে। কতো যে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচয় করিয়েছে, সন্ত্রাসের দেশ হিসেবে পরিচয় করিয়েছে। তারা মানুষ পুড়িয়ে মেরেছে, এতিমের অর্থ আত্মসাৎ করেছে। এরপর এদেশের মানুষ সংগ্রাম করেছে। ২০০৮ সালে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন। গত দশ বছরে আমাদের সরকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছে। সারা বিশ্বে আজকে বাংলাদেশ মর্যাদা পেয়েছে।’


সিলেট বিভাগের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশের মতো সিলেট বিভাগের চার জেলায়- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প নিয়েছি। তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আমরা প্রত্যেকটা মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি।


প্রধানমন্ত্রী জানান, ‘টাঙুয়ার হাওরে পর্যটনকেন্দ্র নির্মাণ করে দিচ্ছি। হাওরবাসী যেনো শুধু ফসল না, হাঁস-মুরগির চাষ ও অন্যান্য পেশায় যুক্ত হতে পারেন, সেজন্য কাজ করছি। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এখানকার প্রাচীন নাম ‘শ্রীহট্ট’ নামে এখানে (সিলেটে) আমরা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আপনারা জানেন, একসময় শুধু চট্টগ্রামে চায়ের নিলাম হতো। সিলেটে চায়ের নিলামের ব্যবস্থা করে দিয়েছি। চা-শ্রমিকরা নৌকায় ভোট দেয়। তাদের উন্নয়নের জন্য কাজ করছি। তাদের সন্তানদের শিক্ষার জন্য উদ্যোগ নিয়েছি।’


সরকারপ্রধান বলেন, ‘সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে। সিলেট বিভাগ আমরা দিয়েছি, এখন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছি, যাতে বিভাগ হিসেবে সিলেট দাঁড়িয়ে যেতে পারে। লন্ডন থেকে সরাসরি বিমান আসা-যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। নান্দনিক স্টেডিয়াম করে দিয়েছি, যা দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে।’



আবারো ক্ষমতায় এলে তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান শেখ হাসিনা। বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার মামলা দেয়নি। দিয়েছে তারই মনোনীত লোকরা। দশ বছর ধরে সেই মামলা চলেছে। সেই মামলাতেই আজ সে কারাগারে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে তারেক জিয়া। সে এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লন্ডনে বসে নাটাই ঘোরাচ্ছে। তাকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করবো।


নৌকাকে বিপদাপদের বন্ধু এবং উন্নয়নের প্রতীক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নৌকা মানুষের বিপদের বন্ধু। সেই নূহ নবীর নৌকা বিপদ থেকে মানবজাতিকে রক্ষা করেছিল। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। অর্থনৈতিক সমৃদ্ধিলাভ করেছি। আত্মমর্যাদা লাভ করেছি। তাই আসন্ন নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দিন।


বৃহত্তর সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান শেখ হাসিনা।


বিবার্তা/হাসান/কামরুল


আরও পড়ুন-সিলেটে তিন মাজার জিয়ারত শেখ হাসিনার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com