শিরোনাম
নৌকার পক্ষে ইউরোপিয়ান আ.লীগের কার্যক্রম শুরু
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৫
নৌকার পক্ষে ইউরোপিয়ান আ.লীগের কার্যক্রম শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ইউরোপিয়ান আওয়ামী লীগ। রবিবার সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন।


পরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগামী নির্বাচনে প্রবাসীদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রবাসীরা নিজ নিজ এলাকায় গিয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবেন। আমাদের সবার আত্মীয় স্বজনদের ভোট নিশ্চিত করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রবাসীদের সুযোগ সুবিধার কথা সাধারণ জনগণকে জানাতে হবে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।


সভায় বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগের আতিকুজ্জামান প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com