শিরোনাম
প্রত্যেক গ্রামকে শহর করতে চাই: শেখ সেলিম
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৮, ১৩:৫৮
প্রত্যেক গ্রামকে শহর করতে চাই: শেখ সেলিম
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শেখ হাসিনার সরকার আগামী ১০০ বছরের কর্মসূচি হাতে নিয়েছে। আমরা প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই। সেজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।


বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


শেখ ফজলুল করিম সেলিম বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল এবং ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে। বর্তমানে বিশ্বের ১১টি দেশ উন্নত দেশে পরিণত হওয়ার প্রতিযোগিতায় রয়েছে তার মধ্যে বাংলাদেশ একটি। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশের একটি রোল মডেল।


আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, এফবিসিসিআই'র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, সফিকুল আলম কাকন, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিটু, হাসমত আলী সিকদার চুন্নু, সিকদার নজরুল ইসলাম, মোক্তার হোসেন, ইলিয়াস হোসেন, জিএম সাহবুদ্দিন আজম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/শিমুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com