শিরোনাম
আস্থার সঙ্কট হলে সংলাপে সমাধান আসবে না : এনডিপি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১৯:২১
আস্থার সঙ্কট হলে সংলাপে সমাধান আসবে না : এনডিপি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বেশি সঙ্কট আস্থা ও বিশ্বাসের। আস্থাহীনতায় রাজনীতিতে গভীর সঙ্কট সৃষ্টি হয়েছে। সেই সঙ্কট কাটিয়ে উঠতে হলে সংলাপের আগে পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। আস্থার সঙ্কট থাকলে সংলাপেও সমাধান আসবে না।


বুধবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে এসব কথা বলেন।


বিবৃতিতে বলা হয়, একাদশ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে সাড়া দিয়েছেন। নিঃসন্দেহে এটি সময়োপযোগী এবং ঐতিহাসিক। আমরা বিশ্বাস করি সঙ্কটসয় রাজনীতিতে এই সংলাপ একটি কার্যকর ভূমিকা পালন করবে। সবদল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু তার আগে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাতে পারে সে বিষয় নিশ্চিত করতে হবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com