শিরোনাম
শেরে বাংলার জন্মজয়ন্তীতে এনডিপি’র কর্মসূচি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১৭:০৭
শেরে বাংলার জন্মজয়ন্তীতে এনডিপি’র কর্মসূচি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২৬ অক্টোবর শুক্রবার শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র উদ্যোগে শেরে বাংলার মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে।


এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে এদিন সকাল ৮টায় এনডিপির সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


এদিকে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপি’র পক্ষ থেকে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘দেশ আগে’ এই স্লোগান সামনে রাখতে হবে। বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হক দেশের প্রয়োজনে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। শিক্ষা বিস্তারে তিনি যেভাবে অবদান রেখেছেন তা আজীবন বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


নেতৃবৃন্দ বলেন পদ্মাসেতু শেরে বাংলা এ কে ফজলুল হকের নামে নামকরণ সময়ের দাবি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com