শিরোনাম
কেউ চলে গেলেও জোটে প্রভাব পড়বে না: রিজভী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:১৩
কেউ চলে গেলেও জোটে প্রভাব পড়বে না: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ দলীয় জোট থেকে ন্যাপ ও এনডিপি বের হয়ে যাওয়া প্রসঙ্গে বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ব্যক্তিস্বার্থে দুই-একজন চলে গেলেও ২০ দলে এর কোনো প্রভাব পড়বে না। কোনো কোনো নেতা লোভের জন্য বেইমানি করছেন।’


বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সাজানো ও মিথ্যা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করেই সরকারের হুকুমে আরেকটি ফরমায়েসী রায়ের দিন ধার্য করেছে নিম্ন আদালত। এটি সম্পূর্ণভাবে বেআইনি এবং নিম্ন আদালতে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার নির্লজ্জ বহিঃপ্রকাশ।


রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকার বেআইনি খারাপ নজির সৃষ্টিকারী সরকার। যেমন বন্দুকের জোরে দেশের প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা এবং বিচারক মোতাহার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার নজির সারা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। তেমনি অসুস্থতাজনিত কারণে বেগম জিয়ার অনুপস্থিতিতে রায় দেওয়া হলে তাও হবে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা।’


তিনি বলেন, ‘গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে এবং মানুষকে বোবা বানিয়ে দিতে ডিজিটাল নিরাপত্তা আইন পাসের পর এবার জাতীয় সম্প্রচার নীতিমালার নামে আরেকটি ভয়ঙ্কর আইন করতে যাচ্ছে সরকার। গত পরশু (১৫ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে একটি খসড়া নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধানের ব্যাপারে বিভ্রান্তমূলক তথ্য প্রকাশ করলে তিন বছরের জেল ও পাঁচ কোটি টাকা জরিমানা। টকশোতে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করলেও একই সাজা।’


বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েও ভয়াবহ দুঃশাসন ও মহাদুর্নীতিতে নিমজ্জিত রয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, 'এই কারণে তারা সবসময় আতঙ্কে ভোগে। কোনও গণমাধ্যমে তাদের মহাদুর্নীতির মহাকেলেঙ্কারীর খবর ফাঁস হয়ে পড়ে, ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণমাধ্যমের সামনে বলেছেন- কিছু মিডিয়া ডকুমেন্টস তৈরি করে বসে আছে। তাদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য।



'সরকার যদি এতই স্বচ্ছ হয় তাহলে সেই সব ডকুমেন্টের জন্য এত শঙ্কিত কেন?’, প্রশ্ন তোলেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বিবার্তা/হাসান/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com