শিরোনাম
জাতীয় ঐক্যফ্রন্টে যাচ্ছে না বিকল্প ধারা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১১:৪৩
জাতীয় ঐক্যফ্রন্টে যাচ্ছে না বিকল্প ধারা
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছে না বিকল্পধারা বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী জানিয়েছেন, ‘স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাব না।'


সোমবার রাত দশটার দিকে বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যান গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাদের ওই বৈঠকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীও উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা ডা. জাফরুল্লাকে বলেছি যে, আমাদের মতামত স্পষ্ট; স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ঐক্যে যাব না। এছাড়া যদি ক্ষমতার ভারসাম্যই না আসে, নির্দিষ্টভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি ঐক্য হয়, সেটা দেশকে স্বেচ্ছাচার মুক্ত করবে না। সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে সরতে পারব না।


মাহী বি. চৌধুরী জানান, বৈঠকে ডা. জাফরুল্লাহ বলেছেন- গত ১৩ অক্টোবর তাদের ভুল হয়েছে। বি. চৌধুরীকে আমন্ত্রণ জানিয়ে ড. কামাল হোসেন বাসায় থাকেননি, এটা সঠিক হয়নি। এর জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি।


জবাবে তিনি (মাহী) বলেন, এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার কিছু নেই। তবে আমরা জাতীয় ঐক্য ফ্রন্টের সাফল্য কামনা করি। ড. কামাল হোসেনের সাফল্য কামনা করি। আপনারা নিজেদের মতো চলতে থাকুন। আমরা আমাদের মতো চলব।’


বি. চৌধুরী ও ডা. জাফরুল্লাহর বৈঠকে, বিকল্পধারা একঘরে হয়ে যাচ্ছে এমনও কথা ওঠে। এ প্রসঙ্গে মাহী বি. চৌধুরী বলেন, ‘আমরা বলেছি, আমরা একঘরে হয়েই থাকতে চাই। বৃহত্তর অট্টালিকার বাইরে আমরা ছোট্ট একটি কুঁড়েঘর বানাব। সেই ঘরে সত্যের, মুক্তিযুদ্ধের ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না।’


বিকল্পধারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘আজকের দুঃশাসনের সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। বিকল্পধারা জন্মের পর থেকে কোনো জোটে যেতে পারেনি। সুতরাং এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এটা গুঞ্জন ছাড়া আর কিছু নয়।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com