শিরোনাম
সোহরাওয়ার্দীতে রবিবার জনসভার অনুমতি পেল বিএনপি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭
সোহরাওয়ার্দীতে রবিবার জনসভার অনুমতি পেল বিএনপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শর্ত সাপেক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রবিবার জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে শনিবার লিখিত অনুমতি দেয়া হয়।


এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে। তারা হলেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।


এ্যানি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল জনসভার অনুমতি পেয়েছি। বেলা ২টায় আমাদের জনসভা শুরু হবে। সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতিও আমরা নিচ্ছি।


আজাদ বলেন, আমরা দলের পক্ষ থেকে শনিবার ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। আমাদেরকে লিখিতভাবে অনুমতি দেয়া হয়েছে। রোববার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা হবে। ২২ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার লিখিত অনুমতি পেয়েছি।


গত ২৪ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগ একইসঙ্গে শনিবার সমাবেশের ঘোষণা দেয়। পরে ডিএমপির অনুরোধে বিএনপি শনিবার সমাবেশ না করার সিদ্ধান্ত নেয়। তবে আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com