শিরোনাম
অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করব: ফখরুল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪০
অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করব: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেয়া হয়েছে। কিন্তু এখনও অনুমতি দেয়নি প্রশাসন। তবে অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি।


বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার, সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও দলটির যুগ্ম মহাসচিবদের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপি মহাসচিব বলেন, এ জনসভা হবে আমাদের নীতিনির্ধারণী বক্তব্য তুলে ধরার। এখানে আমরা আমাদের আগামী দিনের নীতিনির্ধারণী কর্মসূচি জানাব।


জনসভা সম্পর্কে আওয়ামী লীগ নেতাদের তৎপরতাকের দঃখজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আগামী ২৯ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করব। সেটি কেন্দ্র করে এরই মধ্যে সরকারি দল বিভিন্ন কথা বলছে, যা অত্যন্ত দুঃখজনক। নাসিম সাহেব বলছেন, যেখানে পাও বিএনপিকে আটকে দাও। জাহাঙ্গীর কবির নানক বলছেন, রাস্তায় নামলে হাত-পা ভেঙে দাও!’


মির্জা ফখরুল বলেন, ‘আমরা ২৭ তারিখ জনসভা করতে চেয়েছি, সে জন্য পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ আমাদের বলেছে, আপনারা ২৭ তারিখ নয়, ২৯ তারিখ করেন। এখন শুনছি, সেদিন মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম আছে। এটার কারণে আসলে আমাদের জনসভা করতে কী সমস্যা, আমার বুঝে আসে না।’


২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, ‘মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ মামলায় তারেক রহমান ও বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে জড়ানো হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, এ হামলায় কোনোভাবেই বিএনপি জড়িত ছিল না। এ মামলায় মুফতি হান্নানকে ২৪০ দিন রিমান্ডে এনে জোর করে স্বীকারোক্তি আদায় করিয়েছে। পরে তিনি আদালতে বলেছেন, তাঁকে জোর করে স্বীকারোক্তি আদায় করানো হয়েছে।’



মির্জা ফখরুল আরো বলেন, ‘গ্রেনেড হামলা মামলায় শেখ হাসিনার যে গাড়িটি গুলিবিদ্ধ হয়েছে, তিনি এফবিআইকে গাড়িটি দিয়ে তদন্তে সহযোগিতা করেননি। এমনকি ভারতের এক পত্রিকায় তিনি বলেছিলেন, এ হামলার সঙ্গে সেনাবাহিনী জড়িত। এ মামলায় ষড়যন্ত্র করে কোনো রায় দিলে দেশের জনগণ তা মেনে নেবে না।’


বিবার্তা/হাসান/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com