শিরোনাম
খালেদার চিকিৎসা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৮
খালেদার চিকিৎসা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন আদালত।


বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শেখ আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।


এর আগে রবিবার খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। সোমবার এ রিটের ওপর শুনানি হওয়ার কথা ছিল।


এই রিট আবেদনে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, কারা মহা-পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।


খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে কারাগারে আটক খালেদা জিয়ার চিকিৎসার বিশেষায়িত কোনো হাসপাতালে করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে রবিবার। এ বিষয়ে শুনানির জন্য আজকে (কজলিস্ট) কার্যতালিকায় ছিল।


চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com