শিরোনাম
বিএনপি'র ওপর নির্ভর করছে জাতীয় পার্টি'র কৌশল
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৬:০৩
বিএনপি'র ওপর নির্ভর করছে জাতীয় পার্টি'র কৌশল
ছবি: জুয়েল রানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সুন্দর পরিবেশ হলে বর্তমান কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে। বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি এক ধরনের কৌশল নেবে। আর না এলে ৩০০ আসনেই মনোনয়ন দেয়ার প্রস্তুতি আছে জাতীয় পার্টির। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমাদের সংঘবদ্ধ প্রচেষ্টায় ইসলাম ঘুরে দাঁড়াবে। আমাদের উদ্দেশ্য ইসলামকে প্রতিষ্ঠিত করা।’


শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জাতীয় পার্টির নির্বাচনী সমঝোতা করে জাতীয় পার্টি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ ইসলামিক বিশ্বকে একত্রিত হতে হবে। সংঘবব্ধ হতে হবে। নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দেশে যখন অরাজকতা, সুশাসনের অভাব- এই সময়ে এ রকম একটি সংশ্লিষ্ট সংগঠন (খেলাফত মজলিস) আমার সঙ্গে আসার কারণে আমরা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারি।’


এরশাদ জানান, জাতীয় পার্টির একটি জোট আছে, তবে এখনও বলার সময় আসেনি কাদের সঙ্গে নিয়ে নির্বাচনী জোট হবে।


নিরাপদ সড়ক আন্দোলন প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ছাত্ররা খালি হাতে সড়কে জীবনের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছিল। সন্তানদের মায়ের কান্না আর ছাত্রদের আর্তনাদ যেন দেখার কেউ নেই। সড়কে দুর্ঘটনায় শিশুরা জীবন দেবে, নিরাপদ সড়কের জন্য কোমলমতি শিশুরা আন্দোলন করবে, এজন্য তো দেশ স্বাধীন হয়নি।



ছয় শর্তে জাপা-মজলিস সমঝোতা


সংবাদ সম্মেলনে জানানো হয়- দুই দলই ছয়টি শর্তে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে একমত হয়ে সমঝোতা করেছে জাতীয় পার্টি ও খেলাফত মজলিস। এগুলো হলো-


১. কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না।


২. হযরত মোহাম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এটা সংবিধানে যুক্ত করা।


৩. কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করা।


৪. ইসলাম, নবী, রাসূল ও সাহাবীদের নামে কটূক্তিকারীদের শাস্তির বিধান সম্বলিত আইন করা।


৫. সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা।


৬. সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com