শিরোনাম
মন্ত্রী-এমপিদের নির্বাচনে প্রচারণা সংবিধান লঙ্ঘন: মোশাররফ
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৬:১৩
মন্ত্রী-এমপিদের নির্বাচনে প্রচারণা সংবিধান লঙ্ঘন: মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের (প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি) প্রচারণার সুযোগ দিলে সেটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক দোয়া ও স্মরনসভায় তিনি বলেন, শুনলাম নির্বাচন কমিশন সংসদ সদস্যদের সিটি নির্বাচনে প্রচারণার সুযোগ দিতে পারে। এটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে এবং নির্বাচনী আচারণবিধির লঙ্ঘন হবে।


ড. মোশাররফ বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ইতিমধ্যে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হচ্ছে। কারণ বাংলাদেশের যে প্রান্তেই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা নৌকায় ভোট চাইলে পক্ষান্তরে সিটি নির্বাচনে নৌকায় ভোট চাওয়ার শামিল। এই কারণে সিটি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা নৌকায় ভোট চাইতে পারেবন না। যদি চান তাহলে সুস্পষ্টভাবে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হবে।


আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগের কোনো পাত্তা ও অস্তিত থাকবে না। সেই জন্য আওয়ামী লীগ গায়ের জোরে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। কিন্তু বারবার জনগণের সাথে প্রতারণা করা যাবে না এবং বোকা বানানো যাবে না।


বিবার্তা/বিপ্লব/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com