শিরোনাম
‘আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের সুযোগই নেই’
প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১৬:১১
‘আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের সুযোগই নেই’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের কোনো সুযোগই নেই। কারণ তারা ক্ষমতায় থাকতে দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিলেন। দুর্নীতিতে পর পর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।


স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে কুষ্টিয়ায় জাতীয় পতাকা সংবলিত সাইকেল র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


‘বিএনপি যদি ক্ষমতায় থাকত তবে আরো ৫-৭ বছর আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হত’ ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন মন্তব্য প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, এই কথা বলার আগে মওদুদ সাহেবের লজ্জা হওয়া উচিত ছিল। কারণ তারা ক্ষমতায় থাকতে দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিলেন। দুর্নীতিতে পর পর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের কোনো সুযোগই নেই।



আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। আসলে বর্তমান সরকারের উন্নয়ন সাফল্যে তারা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন। আর আগামী নির্বাচনে কে কত শতাংশ ভোট পাবে তা নির্বাচন এলেই বোঝা যাবে। জনগণ উন্নয়নের পক্ষে। তারা আর বেগম খালেদা জিয়ার সন্ত্রাস, দুর্নীতি আর নৈরাজ্যের দিকে ফিরে যেতে চায় না।


এ সময় বিবিসি’র প্রতিবেদন সম্পর্কে হানিফ বলেন, আসলে ওই প্রতিবেদনটি এমন নয় যে, বাংলাদেশ একনায়কতন্ত্রের দিকে চলে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র একটু দুর্বল হয়ে গেছে। এটা হয়েছিল বিএনপি জামায়াতের ২০০১ সালের ক্ষমতা নেয়ার পরে। ওই সময় ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যাসহ চরম অত্যাচার নির্যাতনের ফলে দেশের গণতন্ত্র অধঃপতন হয়েছিল। তারই ধারাবাহিকতার ফল এই রিপোর্ট।


হানিফ আরো বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপি যে জ্বালাও পোড়াও করেছে, সরকার তার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তারা ভুলভাল তথ্য দিয়ে এসব করাচ্ছে। এই রিপোর্টে বাংলাদেশের সরকার ব্যবস্থার চিত্র সঠিকভাবে প্রতিফলিত হয়নি।


পরে ২৬ মার্চ উপলক্ষে জাতীয় পতাকা সংবলিত সাইকেল র‌্যালি শহর প্রদক্ষিণ করে। জিলা স্কুলের শিক্ষক মীর জাহিদের নেতৃত্বে র‌্যালিতে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পতাকা নিয়ে অংশ নেন।


বিবার্তা/শরীফুল/জহির/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com