শিরোনাম
মামলায় আমরাও জর্জরিত: হাওলাদার
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৩:২৫
মামলায় আমরাও জর্জরিত: হাওলাদার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এরশাদের মামলা প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে। মামলায় আমরাও জর্জরিত। আজও আমারসহ দলের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা ঝুলছে।


২৪ মার্চ দলের মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


হাওলাদার বলেন, আমরা তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। তবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর তৃণমূল নেতাদের সুপারিশের ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।


তিনি বলেন, এরশাদকে বিনা দোষে ৬ বছর অন্ধকার কারাগারে বন্দী রাখা হয়েছিলো। সকালের খাবার বিকালে দেয়া হয়েছে। ইফতার দেয়া হয়েছে রাত ১০টায়। কি অমানুষিক যন্ত্রনা দেয়া হয়েছে। তখন আমাদের বেদনায় কেউ ব্যথিত হয়নি। কিন্তু আমরা মানুষের দূরাবস্থা দেখলে ব্যথিত হই।


জাপা মহাসচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা দুই মাস আগেই সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু বইমেলার কারণে ফেব্রুয়ারিতে সমাবেশ করতে পারি নাই।


এ সময় বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি দল অন্ধকার ঘরে বসে সংবাদ সম্মেলন করে দল পরিচালনা করছেন।


মহাসমাবেশে সম্পর্কে হাওলাদার বলেন, পল্লীবন্ধু এরশাদের ২৪ মার্চ স্মরণকালের বৃহৎ জনসভায় বক্তব্য রাখবেন। এরশাদ সেদিন জাতীয় পার্টির শাসনামলের উন্নয়নের ইতিহাস এবং আওয়ামী লীগ-বিএনপির বিভিন্ন অরাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরবেন।


সংবাদ সম্মেলনে মহাসমাবেশকে সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন রুহুল আমিন হাওলাদার।


সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, ইসলামী মহাজোটের মহাসচিব এমএ মতিন, জাপা দফতর সম্পাদক সুলতান মাহমুদ।


আরো উপস্থিত ছিলেন এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, দলের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন ডালু, ইসহাক ভূইয়া, ফখরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন, শারমিন পারভীন লিজা, পারভীন তারেক, এমএ রাজ্জাক খান, আবু সাঈদ স্বপন, সুজন দে, হেলাল উদ্দিন, মাহমুদ আলম, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com