শিরোনাম
‘উপনির্বাচন বানচাল করা সরকার ও ইসির পরিকল্পিত নীলনকশা’
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:২৬
‘উপনির্বাচন বানচাল করা সরকার ও ইসির পরিকল্পিত নীলনকশা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচন বানচাল করা সরকার ও ইসির পরিকল্পিত নীলনকশা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, নির্বাচন কমিশনের ক্রটিপূর্ণ তফসিলের কারণেই সংক্ষুদ্ধরা রিট করার সুযোগ পেয়েছেন। আমরা বারবার বলে আসছি, নির্বাচন নিয়ে বর্তমান সিইসি আওয়ামী লীগের মাস্টারপ্ল্যানেরই অংশ।


তিনি বলেন, ডিএনসিসিসহ ঢাকা সিটিতে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে ক্ষমতাসীনদের ভরাডুবি হবে। এটা সরকারি দল নিশ্চিত জানে। আর ঢাকা সিটিতে বিপুল ভোটে পরাজিত হলে আওয়ামী লীগের জাতকুল কিছুই থাকবে না। তাই সরকারের নির্দেশে নির্বাচন কমিশন আইনি ত্রুটি রেখে এ তফসিল ঘোষণা করেছেন। এটা সরকারেরই নীল নকশার একটা অংশ।


আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, যে রিট করেছেন তিনি বিএনপির নেতা- এ বিষয়ে জানতে চাইলে রিজভী বলে, রিট যে কেউ করতে পারেন। কারণ যদি ক্রটি রেখে দেয়া হয় তাহলে যে কোনো সর্বোচ্চ ব্যক্তি রিট করতে পারেন।


সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মীর সরফত আলী সপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com