
নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে, এমনটা মনে করেন না বলে মন্তব্য করেছেন বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, প্রত্যাশা করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই সরকারকে বসিয়েছি। তারা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশা করি। তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলে মনে করি না।
বৈঠকের ব্যাপারে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও তাদের দ্রুত বিচারের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। এসব বিষয় ও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বিএনপি।
বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের দলনেতা মোস্তফা জামান হায়দার।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]