
রাজধানী ঢাকার তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ও শরীয়তপুর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে গুলশান-১ থেকে তেজগাঁও থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোশাররফ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]