মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২০:২৯
মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।


শনিবার (১২ এপ্রিল) বিকেলে দিনাজপুর সদর উপজেলার দ্যা গ্র্যান্ড দাদু বাড়ী রিসোর্ট সেন্টারে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।


শামসুজ্জামান দুদু বলেন, যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারব, ততদিন রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি।


তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস আগে পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি নির্বাচনের নির্ধারিত রোড ম্যাপ দেখতে চায়। রোড ম্যাপ হয়ে গেলেই নির্বাচনের পদক্ষেপ স্বরুপ নির্বাচনী বোর্ড গঠন ও প্রার্থী ঘোষণা করা থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে।


বিএনপির এ নেতা বলেন, এর আগেও ভোটের মাধ্যমে কয়েকবার বিএনপি ক্ষমতায় গেছে। আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে।


তিনি আরও বলেন, আমরা একটি দানবিক ও খুনি হাসিনা সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে।


দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, মো. আমিনুল ইসলাম ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক ও আলহাজ আক্তারুজ্জামান মিয়া।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com