'দেশে আর একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফেলতে হবে'
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৩৬
'দেশে আর একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফেলতে হবে'
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএসএফ আমাদের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে। তারা শূন্যরেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলের পাঁয়তারা করছে। আমাদের পরিষ্কার বার্তা, বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দেব না।


শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নুরুল হক নুর বলেন, ভারতের পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ ও শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকে নিয়ে ভারত অশুভ খেলা শুরু করেছে। আমি বলতে চাই আপনার এ খেলা বন্ধ করেন। অন্যথায় আপনাদের জন্য সেটি শুভ হবে না। আমি সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী এলাকার মানুষদের দ্রুত সামরিক ট্রেনিং দেন। তারা বিজিবির সঙ্গে সীমান্তে ভারতের দখলদারিত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে।


তিনি বলেন, আমাদের দেশে আর একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফেলতে হবে। দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না বন্ধুত্ব চাই। আমরা খারাপ সম্পর্ক চাই না, ভালো সম্পর্ক চাই। আপনাদের আচরণে বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত আসে এমন কোনো বক্তব্য এবং কর্মকান্ড থেকে আপনাদের বিরত থাকতে হবে।


নুরুল হক নুর বলেন, দেশে কবে নির্বাচন হবে, কারা ক্ষমতায় আসবে, কারা রাজনীতি করবে সেটি দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ বিদেশি কোনো রাষ্ট্র দ্বারা নির্দেশিত বা নিয়ন্ত্রিত হবে না।


গণঅধিকার পরিষদের উচ্চতর নির্বাহী পরিষদের সদস্য হানিফ খান সজীবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র ফারুক খান, সংগঠক মাসুদ রানা মোন্নাফ, ইব্রাহিম খোকন, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com