সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
৭ ডিসেম্বর, শনিবার জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে মন্তব্য করে জিএম কাদের বলেন, ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের ডাক থেকে বাহিরে রেখে জাতীয় ঐক্যের নামে অনৈক্যর সূচনা করেছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা এতই ঘৃণিত হয়ে গেলাম! দেশে অস্থিরতার বীজ বপন হয়ে গেল।
জাপা চেয়ারম্যান আরো বলেন, জাতিগতভাবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]