আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) ফেনীতে গণসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শুক্রবার (৬ ডিসেম্বর) এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ফেনীতে গণসমাবেশ কর্মসূচি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিকেল ৩টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এতে প্রধান অতিথি ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে সকাল ১১টায় ট্রাঙ্ক রোডস্থ ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ‘মিট দ্য প্রেস’ এ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন তারা।
উল্লেখ্য, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর নিজ এলাকা ফেনী সদর। ফ্যাসিবাদী সরকারের পতনের পর এই প্রথম তিনি তার নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]