নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়: ফেনীতে মির্জা ফখরুল
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৬:৫৬
নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়: ফেনীতে মির্জা ফখরুল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে, কারা করবে না। আমরা সেখানে কিছু না। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি।


২০ নভেম্বর, বুধবার ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণে মধ্যে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।


বিএনপি মহাসচিব বলেন, দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দিবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে, রাতারাতি সব সম্ভব না। আমরা বলছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়।


দুপুরে ফুলগাজীর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মধ্যে ঢেউটিন ও ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।


বিকালে ছাগলনাইয়া আদালত প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।


বিবার্তা/মনির/রোমেল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com