
মানুষের ক্ষমতায়ন বৃদ্ধি করে তাদের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেবার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি মানে জনকল্যাণে দেশমাতৃকার উন্নয়নে রাজনীতি।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানবতার কল্যাণে বিএনপি বিভিন্ন ধরনের কাজ করে চলেছে।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান, বিগত সময়ের রক্তচোষা রাজনীতির আমূল পরিবর্তন করতে চান তারা।
১৬ নভেম্বর, শনিবার দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে হাজারো বন্যার্ত মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন গ্রামের মানুষ চিকিৎসা নিতে দলে দলে এসে জড়ো হতে থাকেন।
এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী পেয়ে স্থানীয় নাগরিকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন এমন সুবিধাবঞ্চিত অঞ্চলে এবারই প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এত বড় আকারে মানুষকে সেবা দেয়া হয়েছে।
সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করায় বিএনপির নেতাকর্মীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নবাসী সাধারণ মানুষের কল্যাণে এমন উদ্যোগ বারংবার নেবার তাগিদ জানিয়েছেন।
বিবার্তা/পলাশ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]