রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ নেতা ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়ক থেকে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টার মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।
শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]