সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৭:২৭
সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পৃথক ৬ মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।


গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক আলমগীর হোসেন।


৮ অক্টোবর, মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।


সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আর কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। তিনি যে কোনো সময় মুক্তি পেতে পারেন।


আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করে জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় দায়ের করা চারটি এবং পল্টন থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পৃথক ছয়টি মামলায় তার জামিন মঞ্জুর করেন।


আইনজীবী মোরশেদ হোসেন বলেন, এখন পর্যন্ত ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতে সব মামলায় জামিননামা দাখিল করা হয়েছে। আর কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। ফলে যে কোনো সময় মুক্তি পেতে পারেন সাবেক এই মন্ত্রী।


উল্লেখ্য, সাবের হোসেন চৌধুরীকে ৬ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।


বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com