মির্জা ফখরুলের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৯
মির্জা ফখরুলের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এই বৈঠক হয়।


বৈঠকে শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আমরা এ কথা বলেছি যে, ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ আমাদেরকে এদেশ পরিচালনায় দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ তথা কোরিয়ার মানুষের স্বার্থ, সেই স্বার্থকে বিবেচনায় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাবো।


তিনি বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা এবং ইনভেস্টমেন্ট- এগুলো আজকে আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র-জনতার যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের যে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে।


মঈন খান আরও বলেন, গত ১৭ বছর দুর্নীতিতে যে এদেশ রেকর্ড গড়েছিল, শুধু তাই নয়- এদেশে ব্যবসা-বাণিজ্যেতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। আর ভবিষ্যতে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, যে অর্থনৈতিক সম্পর্ক-স্পষ্টতই কোরিয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে বাংলাদেশে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে কোরিয়া ও বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সেটাই হচ্ছে কোরিয়া ও বাংলাদেশের সম্পর্কের মূলনীতি। সেই নীতি আমরা অনুসরণ করেই কিন্তু দুদেশের মধ্যে সম্পর্ক অতীতেও বজায় রেখেছি ।


বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে ড. মঈন খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com