
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন। সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
পরে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। এছাড়া অজ্ঞাত পরিচয় প্রায় ৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত মো. শাওন তালুকদার। পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে গুলি চালায়। এ ঘটনায় শাওনসহ অনেকেই আহত ও নিহত হন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]