মব লিঞ্চিং, পার্বত্য এলাকার অস্থিতিশীলতা বিচ্ছিন্ন ঘটনা নয়: ফখরুল
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০১
মব লিঞ্চিং, পার্বত্য এলাকার অস্থিতিশীলতা বিচ্ছিন্ন ঘটনা নয়: ফখরুল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনসারদের সচিবালয়ে অবস্থান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে মব লিঞ্চিং এবং পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে তার কোনোটাই বিচ্ছিন্ন নয়।


শনিবার (২১ সেপ্টেম্বর) এক সভায় তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, অভিজ্ঞতার অভাবে অনেক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সরকারের দেরি হওয়ায় বিভিন্ন ঘটনায় ক্ষতি বাড়ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা বসে আলাপ করে সমাধান করার আহ্বান জানান তিনি।


বিএনপি মহাসচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা ভালো কাজ হয়নি। তবে ছাত্র রাজনীতিকে দলীয় লেজুড়বৃত্তি মুক্ত করতে হবে। হল দখল, সিট দখল এসব মুক্ত করতে হবে। পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।


মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। সংস্কার চাপিয়ে দেওয়া নয়, এটা সবার কাছ থেকে মতামত আশা উচিত। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করছেন তিনি।


অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনায় বসার আহ্বান জানান মির্জা ফখরুল।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com