
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ষড়যন্ত্রের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা সেটি করতে পারবে না, তা এবারও প্রমাণিত হয়েছে। দুষ্কৃতকারীদের শত চেষ্টায়ও তা হবে না।
১৬ আগস্ট, শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এখন সুযোগ এসেছে সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো স্টেট নির্মাণ করার। ওনাদের (সংখ্যালঘু) সমস্যাকে আমাদের সমস্যা মনে করে যেই সরকারই আসুক সেই দাবি ও সমস্যাগুলো নিয়ে কথা বলবো। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদ রানা দাশগুপ্ত। তিনি সাংবাদিকদের বলেন, আমরা শান্তি ও স্বস্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই।
মতবিনিময় সভায় বিএনপির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ক্ষমতায় গেলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আট দফা দাবিগুলো বাস্তায়ন করা হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]