শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচি: 'মার্চ টু ধানমন্ডি ৩২'
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৫:৪৫
শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচি: 'মার্চ টু ধানমন্ডি ৩২'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে এখনো অনুমতি পাওয়া গেছে এমন তথ্য পাওয়া যায়নি। অনুমতি না পেলেও এরইমধ্যে শোক দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।


আগস্ট মাসের শুরুতে শোকের মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে চলে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে অনেকটা আত্মগোপনে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এমন অবস্থায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি। তবে ১৩ আগস্ট রাতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় যথাযথ মর্যাদার সাথে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার ছেলে সজিব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, শেখ হাসিনা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে কথা বলছেন এবং নেতাকর্মীদের ১৫ আগস্ট কর্মসূচি পালনে উদ্বুদ্ধ করছেন।


এদিকে শোক দিবসের কর্মসূচি পালনে অনলাইনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল নিজ ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, 'পিতা আমাদেরকে ক্ষমা কর।




তোমার আদর্শকে ধারণ করার মত যোগ্যতা আমাদের ছিল না। আগামীতেও হবে কিনা সময় সেটা বলে দিবে?' সেই পোস্টারে লেখা ছিলো- 'মার্চ টু ৩২ শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ'


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ধানমন্ডি ৩২ নম্বরের পোড়া বাড়ির ছবি সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করেছে। এতে লেখা রয়েছে- 'অগ্নিদ্বগ্ধ বাংলাদেশের হৃদয়। এই পোড়া বাড়িতেই আমরা শ্রদ্ধা জানাবো। আপনিও আসুন আপনার শ্রদ্ধার্ঘ নিয়ে।'


শোক দিবসের প্রোগ্রাম সফল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ফটোকার্ড শেয়ার করেছে। এতে লেখা রয়েছে- ' ১৫ আগস্ট চল চল ধানমন্ডি ৩২ এ চল। জাতির এই ক্রান্তিলগ্বে এখনই সময় জেগে ওঠার... শোককে শক্তিতে রূপান্তর করতে সবাই মিলে আসুন বঙ্গবন্ধুর বাড়িতে।'


অনলাইন এক্টিভিস্ট সুশান্ত দাশ গুপ্ত নিজের ভেরিফায়ে ফেসবুক আইডিতে লিখেছেন, 'অনেক মেসেজ পাচ্ছি, দাদা আগামীকাল ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানানোর যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এর সমন্বয়ক কে? কার সাথে যোগাযোগ করবো?


আমার সোজা উত্তর, কোন সমন্বয়কের দরকার নাই এই আয়োজনের। কোন নেতা ফেতা নাই এই আয়োজনের। আমরা সবাই নেতা। আমরা যাবো। সবাই যাবো।


নীরবে নিভৃতে দুফোঁটা চোখের জলে শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করে আসবো।'


সেই পোস্টে রাশেদুল ইসলাম রাসেল নামে একজন মন্তব্য করেছেন - 'একজন কর্মীই এখন নেতা।
বিনম্র শ্রদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।'



দলীয় সূত্র জানায়, ১৫ আগস্ট আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ নেবেন। এছাড়া এদিন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি সৌধে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলেও জানা গেছে।


প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে সপরিবার নিহত হন তৎকালীন আওয়ামী লীগ প্রধান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ও তার স্ত্রী-পরিবারসহ প্রায় ১৬ জন নিহত হন।


বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ সময় পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই বছরই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু ২০০২ সালে ক্ষমতায় এসে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে বিএনপির নেতৃত্বাধীন সরকার।


এর ৬ বছর পর ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়।


বিবার্তা/সোহেল/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com