
জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির যুগ্ন মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন। এ আংশিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ও পদবি নিম্নে উল্লেখ করা হলো-
১। আব্দুল মোনায়েম মুন্না: সভাপতি
২। রেজাউল করিম পল : সিনিয়র সহ-সভাপতি
৩। নুরুল ইসলাম নয়ন : সাধারণ সম্পাদক
৪। বিল্লাল হোসেন তারেক : ১নং যুগ্ম সাধারণ সম্পাদক
৫। কামরুজ্জামান জুয়েল : সাংগঠনিক সম্পাদক
৬। নুরুল ইসলাম সোহেল : দপ্তর সম্পাদক
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
এর আগে গত ১৩ জুন রাতে সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।
ওই রাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]