
কোটাবিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৮ জুলাই) দুপুর ১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করেন তিনি।
দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।
বৈঠকে কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ, আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন নিয়ে উচ্চ আদালতের রায়ের আগে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি এবং রাস্তাঘাট বন্ধ করার কর্মসূচি পরিহার করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিবার্তা/সোহেল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]