‘ভোটাধিকার আছে বলেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রুখতে পেরেছে ভারতীয়রা’
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৮:০৬
‘ভোটাধিকার আছে বলেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রুখতে পেরেছে ভারতীয়রা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোটাধিকার আছে বলেই ভারতের জনগণ ক্ষমতাসীন বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আশাকে রুখে দিতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে।


৫ জুন, বুধবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্মরণে দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের এই আলোচনায় ফখরুলের বক্তব্যের একটি বড় অংশ ছিল ভারতের জাতীয় নির্বাচন প্রসঙ্গ।


বাংলাদেশে ভোটের অধিকার নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ভোটাধিকারের সেই অবস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। মানুষজন ভোট দিয়ে যাতে তার নিজস্ব পছন্দমত প্রতিনিধি নির্বাচিত করতে পারি তার ব্যবস্থা করতে হবে।


মির্জা ফখরুল বলেন, যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন, ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। বেনজীর ছিলেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ডিফেন্ডার। বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন তিনি।


তিনি বলেন, এ দেশের আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন করছে আওয়ামী লীগ। স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে তারা, যা আমাদের কৃষ্টির সঙ্গে যায় না। ধর্মহীনরাষ্ট্র গড়তে চায় তারা।


তিনি আরও বলেন, এখন সংগ্রাম দেশকে মুক্ত করার ডাক, গণ আন্দোলন সৃষ্টি করে তাদের পরাজিত করতে হবে। ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে।


এসময় সদ্য সমাপ্ত ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে কংগ্রেসের পুনর্জাগরণের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে।


ফখরুল আরও বলেন, ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য আবার বিভিন্ন উপায়ে কাজ করছে। এখন সংগ্রাম করে, দেশকে মুক্ত করার ডাক দিয়ে, গণআন্দোলন সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com