অতি দ্রুত জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে ৫১ ও ৫৪নং ওয়ার্ড: সানজিদা খানম
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৮:১৫
অতি দ্রুত জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে ৫১ ও ৫৪নং ওয়ার্ড: সানজিদা খানম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি শনিবার (১ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনস্থ ৫১ ও ৫৪নং ওয়ার্ড এলাকার জলাবদ্ধ ভাঙা রাস্তা পরিদর্শন ও পানিবন্দি অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।


ঢাকা সিটি করপোরেশনস্থ ৫১ ও ৫৪নং ওয়ার্ড পরিদর্শনকালে এডভোকেট সানজিদা খানম বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হবার পর ২০১২ সালে এই রাস্তার কাজ করেছিলাম। ২০১২ সালের পর আর সেভাবে রাস্তার মেইনটেনসেন্স হয়নি। এই জলাবদ্ধ ভাঙা রাস্তাটি ৫৪নং ও ৫১নং ওয়ার্ডের একদম বর্ডারে। এখানে কমবেশি ২০০ মিটার রাস্তার কাজ কোনো ওয়ার্ড থেকেই করা হয় না। তাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ঢাকা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট পিডি'র সাথে কথা বলেছি, তিনি এখানে পরিদর্শনে আসবেন। অতি দ্রুত এই এলাকার মানুষ জলাবদ্ধতার দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে। আমি আশা করি, অনতিবিলম্বে সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিবে।


পরিদর্শনকালে তিনি পানিবন্দি মানুষের মাঝে নিজ হাতে রান্না করা খাবার বিতরণ করেন।



এর আগে, গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনস্থ ৫২নং ওয়ার্ড (ঢাকা-৪ আসন) এলাকার স্যুয়ারেজ লাইন ও খোলা নর্দমা পরিস্কারকরণ কাজের উদ্বোধন করেন এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৫৯নং ওয়ার্ডের পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট সানজিদা খানম এমপি।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ।


বিবার্তা/এসবি/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com