
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় যাচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা।
৩১ মে, শনিবার বিকেলে কমিটির ১১ সদস্যের একটি দল সাতক্ষীরার শ্যামনগরে এবং পরদিন খুলনা ও বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করবেন।
আওয়ামী লীগ জানিয়েছে, আগামীকাল শনিবার (১ জুন) বিকেল ৩টায় সাতক্ষীরার শ্যামনগর, পরদিন খুলনা ও বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি শুকনো খাবার বিতরণ করবে।
এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল গত সোমবার (২৭ মে) উপকূলীয় ১৯টি জেলায় আঘাত করে। এতে ৩৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয় দেড় লাখের বেশি ঘরবাড়ি। এছাড়াও ফসল, গাছপালা ও প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পটুয়াখালী-ভোলাসহ কয়েকটি জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সফর করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]