
সাধারণ যাত্রীদের সাথে মেট্রোরেলে সচিবালয় গিয়েছেন নড়াইল-১ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। পরে তার যাত্রার ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
রবিবার (৩১ মার্চ) মেট্রোরেলে চড়ে সচিবালয়ে যান মাশরাফী। মেট্রোরেলে তার একটি দাঁড়িয়ে থাকা ছবি রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে। যাত্রীবেশে মেট্রোরেলে দাঁড়িয়ে থাকলেও মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় টুপি থাকায় কেউই বুঝতে পারেননি। কাছে থেকেও অনেকে চিনতে পারেননি প্রিয় তারকাকে।
পরে বিষয়টি জানিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন বিন মর্তুজা। তিনি মাশরাফীর মেট্রোরেলে চড়ে ভ্রমণ করার ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
সেখানে তিনি লিখেছেন, ‘প্রয়োজনের মেট্রো।’
এদিকে এই ঘটনায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন নড়াইল এক্সপ্রেস। একজন লিখেছেন, কিংবদন্তিরা কথায় নয়, বেঁচে থাকেন কাজে। আরেকজন লিখেছেন, গরীবের ডেভিড ক্যামেরুন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]