
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদ, নির্যাতিত মা-বোন সহ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
২৬ মার্চ, মঙ্গলবার সকাল ৯:১৫টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনি, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ (নমা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের সময় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, বাঙালি সাংস্কৃতিতে ভরপুর এক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য মুক্তিযুদ্ধের সময় আমরা নির্ধারণ করেছিলাম। গত ৫৩ বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া পথে থাকলেও আমরা দেখতে পাই বৈষম্য বিলোপের পরিবর্তে সমাজে বৈষম্যেও পাহাড় জমেছে।
তিনি বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামাত-জঙ্গী-সম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে বৈষম্যের অবসান এবং সাম্প্রদায়িক অপশক্তিকে চুড়ান্তভাবে পরাজিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়িত হবে না।
শিরীন আখতার বলেন, মহান স্বাধীনতা দিবসে প্রত্যয় হচ্ছে- জঙ্গিবাদি-সাম্প্রদায়িক অপশক্তি এবং বাঙালিয়ানার বিরুদ্ধে বাদী শক্তিকে চুড়ান্তভাবে পরাজিত করব।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]