
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।
২৬ মার্চ, মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে বিএনপি নেতারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]