সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি: চুন্নু
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৬
সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি: চুন্নু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাত জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে দাবি করে মুজিবুল হক বলেন, জাতীয় পার্টি গতবারের মতো এবারও সংসদে শক্ত ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে।


রবিবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের মনোনীত সদস্যদের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, সংসদে জাতীয় পার্টির সদস্যসংখ্যা কম, কিন্তু সংখ্যা দিয়ে কিছু হয় না। জাতীয় পার্টির ১৩ জন সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারলে সংসদকে কার্যকরী করা সম্ভব।


সংসদে সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও) মনোনীত করে জাতীয় পার্টি। তাদের মনোনয়নপত্র জমা দিতে ইসিতে যান চুন্নু।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com