বেড়িবাঁধের মাটিকাটার বিরুদ্ধে আলাউদ্দিন নাসিমের হুঁশিয়ারি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৯
বেড়িবাঁধের মাটিকাটার বিরুদ্ধে আলাউদ্দিন নাসিমের হুঁশিয়ারি
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুহুরী নদীর পরশুরাম অংশের পাড় (বেড়িবাঁধ) এর মাটি কেটে বিক্রি করেছে দুর্বৃত্তরা। দ্রুত সময়ের মধ্যে ভরাট না করলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ফেনী ১ (ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম) আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।


১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ছবিসহ একটি স্ট্যাটাসের মাধ্যমে এ ক্ষোভের বিয়টি জানিয়েছেন তিনি।


তিনি লিখেছেন, 'বেড়িবাঁধের মাটি যারা কেটেছেন, তাদের তথ্য আমার কাছে আছে। তাদের প্রতি অনুরোধ বৃহস্পতিবার রাতের মধ্যে বেড়িবাঁধ মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হব । না হলে আমি নিজে বাদী হয়ে মামলা করাসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।


তার স্ট্যাটাসটি ব্যাপক ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়ায় প্রশংসা পেয়েছেন তিনি। কমেন্টসে অনেকে লিখেছেন, যেখানে জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকাশ্যে সরকারি- বেসরকারি জমি নদী-নালা থেকে মাটি লুট করা হচ্ছে। সেখানে একজন সংসদ সদস্যের হুংকারে নড়েচড়ে বসেছে মাটি খেকো ও তাদের সহযোগীরা।


কেউ কেউ লিখেছেন এমপির কঠোর অবস্থানের কারণে এবার মাটিখোরদের হাত থেকে রক্ষা পাবে কৃষি জমির উপরিভাগের মাটি।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com