পাল্টা কর্মসূচি দিয়ে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ : ফারুক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:২৪
পাল্টা কর্মসূচি দিয়ে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ : ফারুক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না হুঁশিয়ারি দিয়েছেন জয়নুল আবদিন ফারুক।


২৮ জানুয়ারি, রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।


তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনি বারবারই একই কথা বলেন… খেলা হবে, রাজনৈতিক খেলা হবে। আরে খেলতে হলে খেলোয়াড় লাগে… আপনারা তো খেলোয়াড় না … আপনাদের সাথে কি খেলব? আপনি আমাদের লেজের সাথে লেগেই আছেন।’


বিএনপি গতকাল বিকাল তিনটায় প্রোগ্রাম দিয়েছে কালো পতাকা মিছিল… আওয়ামী লীগ তারপরে ৪টায় প্রোগ্রাম দিয়েছে। আমরা বলে দিতে চাই, আমাদের লেজে লেজে থেকে বিএনপির কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে পারবেন না। বাংলাদেশের মানুষ এই নির্বাচন (৭ জানুয়ারি) নির্বাচনকে প্রত্যাখান করেছে… তাই ৩০ জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আবার আপনাদের প্রত্যাখান করবে।’


শনিবার নয়া পল্টনের সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন ঢাকাসহ সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর সভার সব ইউনিটে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।


সাবেক বিরোধী দলের প্রধান হুইপ ফারুক বলেন, ‘এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। তারা ডামি ভাইয়ে ভাইয়ে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। সেই নির্বাচনে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো গ্রহণ করে নাই। তাই এই নির্বাচন জনগণ মানে না।’


‘সরকারকে বলি, এখনো সময় আছে… এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন।’


রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি।


জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়।


উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে উলামা দলের আলমগীর হোসাইন, আবুল হোসেন, আলমগীর হোসাইন খলিলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।


বিবার্তা/রুবেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com